Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবিটিএ-র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কোচবিহারের শিক্ষক সুজিত দাস

এবিটিএ-র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কোচবিহারের শিক্ষক সুজিত দাস

Sujit Das, ABTA General Secretary, Nikhil Banga Shikshak Samiti, Cooch Behar News, Moyamari Tattwanath High School, ABTA State Committee, Education News West Bengal, Sudipta Gupta, Debashis Deb, সুজিত দাস, এবিটিএ, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, সাধারণ সম্পাদক, কোচবিহার, মোয়ামারি তত্ত্বনাথ হাইস্কুল, শিক্ষা সংবাদ
ছবিঃ বা পাশে ABTA রাজ্য সম্পাদক সুজিত দাস এবং ডানদিকে সভাপতি সুদীপ্ত গুপ্ত



নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রাজ্য জুড়ে শিক্ষা আন্দোলনের অন্যতম প্রধান মুখ শতবর্ষ প্রাচীন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)-র নতুন রাজ্য কমিটিতে বড় চমক। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন কোচবিহার জেলার বিশিষ্ট শিক্ষক নেতা সুজিত দাস। উত্তরবঙ্গ থেকে এই গুরুত্বপূর্ণ পদে তাঁর নির্বাচনে খুশির হাওয়া জেলার শিক্ষা মহলে।

সুজিত বাবু পেশাগত জীবনে কোচবিহারের মোয়ামারি তত্ত্বনাথ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। দীর্ঘদিনের পোড়খাওয়া এই শিক্ষক নেতা এর আগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি ইতিপূর্বে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নির্বাচিত সদস্য হিসেবেও কাজ করেছেন। এবার সরাসরি সংগঠনের রাজ্য স্তরের শীর্ষ পদের দায়িত্ব পেলেন তিনি।

এবিটিএ-র নবনির্বাচিত এই প্যানেলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার সুদীপ্ত গুপ্ত। পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি জেলার কাকলি ভৌমিক এবং কোষাধ্যক্ষ হয়েছেন হুগলি জেলার প্রিয়রঞ্জন ঘটক।

সুজিত দাসের এই নতুন দায়িত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনের জেলা নেতৃত্ব। এবিটিএ-র দিনহাটা মহকুমা কমিটির সভাপতি দেবাশিস দেব এই প্রসঙ্গে বলেন, "সুজিত দাসের নেতৃত্বে কোচবিহার জেলার পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে শিক্ষার অরাজক অবস্থার বিরুদ্ধে এবিটিএ-র লড়াই আরও তীব্র হবে।"

নবগঠিত এই কমিটিতে উত্তরবঙ্গ থেকে একাধিক প্রতিনিধি জায়গা করে নেওয়ায় আগামী দিনে উত্তরবঙ্গের শিক্ষা সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য স্তরে আরও জোরালো হবে বলে আশা করছেন সাধারণ শিক্ষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code