Latest News

6/recent/ticker-posts

Ad Code

D.El.Ed. Admission: সুখবর! D.El.Ed.-এ ভর্তি হতে চান, আজই করুন আবেদন

D.El.Ed. Admission: সুখবর! D.El.Ed.-এ ভর্তি হতে চান, আজই করুন আবেদন

D. El. Ed. Admission


প্রাথমিক শিক্ষক পদে চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর। প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য D.EL.ED কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দুই বছরের D.EL.ED কোর্সে ভর্তির প্রক্রিয়া চলছে পুরোপুরি প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে। আবেদন করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।



D.El.Ed. কোর্সে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে ৫০% নাম্বার ( 45% for SC/ST/OBC-A/OBC-B) থাকতে হবে। PH/EX-SERVICEMAN ক্যান্ডিডেটরা ৫% নম্বরে ছাড় পাবেন। আগামী ৯ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলবে আবেদন গ্রহন।



যোগ্যতা ও ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।



আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস:

মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিট কার্ড

উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কসিট

নিজের ছবি

স্ক্যান করা সিগনেচার

কাস্ট সার্টিফিকেট

এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code