Abhishek Banerjee:দেশে ফিরলেন অভিষেক
২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশ যান অভিষেক ব্যানার্জী। কলকাতা থেকে দুবাই রওনা দিয়েছিলেন তিনি। আজ দেশে ফিরলেন।
চোখে রোদ চশমা, পিঠে কালো লেদার ব্যাকপ্যাক নিয়ে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন অভিষেক। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বিদেশে বসেই একযোগে ইডি ও বিজেপিকে আক্রমণ করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
চিকিৎসা করিয়ে বিদেশ থেকে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মেয়ের হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় তাঁকে। ঘড়িতে তখন সাড়ে সাতটা।
এদিন সন্ধ্যায় কলকাতায় ফেরেন অভিষেক। বিমানবন্দরে সাংবাদিকদের কোনও প্রশ্নের অবশ্য কোন উত্তর দেননি তিনি। মেয়ের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেন অভিষেক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊