Durga Puja 2023 : হীরক জয়ন্তী বর্ষে বিশেষ চমক জলপাইগুড়ির দিশারী ক্লাবের
Durga Puja 2023 : জলপাইগুড়ি শহরের খ্যাতিসম্পন্ন দিশারী ক্লাবের এবছর হীরক জয়ন্তী বৎসর। অর্থাৎ 60 তম বছর । সেই উপলক্ষে জলপাইগুড়িতে এবার বিরাট আকৃতির দুর্গাপূজা হতে চলেছে ।
রবিবার দিশারী মোড়ে অবস্থিত এই ক্লাবের ভিত পূজার আয়োজন করা হয়েছিল । ক্লাবের সকল সদস্যরা এখানে উপস্থিত হয়েছিলেন । পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সূচনা করা হয় দুর্গাপুজোর ভিত পুজো।
এরপর পুজোর শেষে সকলের জন্য লাড্ডু প্রসাদ বিতরণ করা হয়। এবার একটি অভিনব চমক তারা দিচ্ছেন এমনটাই জানিয়েছেন। এবছর তাদের থিম বেছে নিয়েছে মাটির টানে মায়ের কাছে।
পরিবেশবান্ধব জিনিস দিয়েই তৈরি করা হবে তাদের বিশেষ থিম বলে উদ্যোক্তারা জানিয়েছেন। রবিবার পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সূচনা করা হয় দুর্গাপুজোর ভিত পুজো। বাজেট ৩৫ লাখের উপরে এমনটাই জানা গেছে।
0 মন্তব্যসমূহ
thanks