Breaking News : দিনহাটা মহকুমার খট্টিমারীতে রাস্তার পাশে উদ্ধার মৃতদেহ


people



দিনহাটা : 

দিনহাটা মহকুমার খট্টিমারীতে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মরদেহ উদ্ধারে চাঞ্চল্য।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবার সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা রাস্তা হাঁটতে বেরিয়ে দেখতে পায় রাস্তার পাশে জমিতে পরে মুখ উল্টো অবস্থায় পড়ে আছে একটি মৃতদেহ।

এই খবর চাউর হতেই ভিড় জমায় স্থানীয়রা। কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ।

তবে স্থানীয়রা জানান পরে থাকা মরদেহের এখনো পরিচয় পাওয়া যায় নি।

তবে আজ দিনহাটাতে রাজ্যপালের আসার আগে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের পাশাপাশি শোরগোল পড়েছে এলাকা জুড়ে।