তৃণমূল যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০-১০০০ করে টাকা দিচ্ছে সেই টাকা বিজেপি আধার লিঙ্ক করার নামে নিয়ে নিচ্ছে -অভিষেক
আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জীঃ
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধান সভার সালানপুর ব্লকে জনসংযোগ কর্মসূচি তথা রোড শোতে অংশ গ্রহণ করেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের রোড শো কর্মসূচিতে সঙ্গী হিসাবে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রানিগঞ্জের বিধায়ক তাপস ব্যনার্জি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়,জেলাতৃর্ণমুলকংগ্রেসর চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ আরো অনেকে।
যদিও হেলিকপ্টারে চেপে হিন্দুস্থান কেবলস্ মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ডিএবি স্কুলের মাঠের সামনে ১৮ ফুট উচুঁ গাড়িতে চেপে উপস্থিত জনগণের উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেকবন্দোপাধ্যায় । পাশাপাশি রাস্তার দুইধারে উপস্থিত থাকা জনগণের উদ্দেশ্যে গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দেন তিনি।
ডিএবি স্কুলের মাঠ থেকে ডাবর মোড় হয়ে এই রোড শো আমডাঙা মোড়ে গিয়ে শেষ হয়। দীর্ঘ আড়াই কিমি পথের সবটাই এদিন সকাল থেকে উৎসুক জনতার দখলে চলে যায়। তবে আমডাঙা মোড়ে এদিন উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্ছসিত হয়ে বলেন, আজ তিনি বারাবনিতে এসে একটি ছোট্টো ট্রেলার দেখালেন। পঞ্চায়েত নির্বাচন শেষে দিল্লিতে দশ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চান।
তিনি আরো বলেন, দিল্লির কাছে তিনি মাথা নত করেননি, করবেনও না। তৃণমূল যেখানে লক্ষ্মীর ভাণ্ডার করে ৫০০-১০০০ করে টাকা দিচ্ছে সেই টাকা বিজেপি আধার লিঙ্ক করার নামে জনগণের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তাই জনগণকেই ঠিক করতে হবে কার সাথে থাকবে।
অভিষেক বলেন- দুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে গ্যারেন্টার। অথচ পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় চোর জিতেন্দ্র তিওয়ারি, নারদাতে যে পেপারে মুড়ে টাকা নিয়েছে সেই শুভেন্দু অধিকারি বিজেপিতে ঢুকে বসে আছে। তাই পঞ্চায়েত নির্বাচনে জনগণকে এক ইঞ্চিও জমি ছাড়তে বারণ করেন। একই সাথে আবেদন রাখেন পদ্মফুলকে এই পঞ্চায়েত নির্বাচনে সরষে ফুল দেখানোর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊