Teaching & Non-teaching Staff Recruitment: 4062 শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯শে জুন ২০২৩ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলবে ৩১শে জুলাই পর্যন্ত। প্রিন্সিপাল, শিক্ষক, অশিক্ষক কর্মী, ল্যাব অ্যাটেন্ডেন্ট সহ একাধিক পদে নিয়োগ করছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল।
গুরুত্বপূর্ন তারিখগুলো
আবেদন শুরু: 29/06/2023
অনলাইনে আবেদনের শেষ তারিখ: 31/07/2023
পরীক্ষার ফি পরিশোধের শেষ তারিখ: 31/07/2023
পরীক্ষার তারিখ CBT: সময়সূচী অনুযায়ী
প্রবেশপত্র উপলব্ধ: পরীক্ষার আগে
আবেদন ফী
প্রিন্সিপাল পদের জন্য:
সাধারণ / OBC / EWS: 2000/-
SC/ST/PH: 0/-
পিজিটি পোস্টের জন্য:
সাধারণ / OBC / EWS: 1500/-
SC/ST/PH : 0/-
অশিক্ষক পদের জন্য:
সাধারণ / OBC / EWS: 1000/-
SC/ST/PH : 0/-
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই চালানের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন
মোট শূন্যপদ: ৪০৬২
প্রিন্সিপাল: ৩০৩
পিজিটি: ২২৬৬
অ্যাকাউন্ট্যান্ট: ৩৬১
জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টান্ট: ৭৫৯
ল্যাব অ্যাটেন্ডেন্ট: ৩৭৩
বয়সসীমা:
প্রিন্সিপাল পদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা ৫০ বছর, পিজিটির ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টান্ট ও ল্যাব অ্যাটেন্ডেন্ট এর বয়সের সর্বোচ্চ সীমা ৩০ বছর।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: CLICK HERE
Application Link:
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊