Breaking News : দিনহাটায় বোমা ফেটে আহত ২ শিশু সহ ৪, ভর্তি হাসপাতালে

breaking news



ভোটের মুখে এবার গীতালদহে নয় বোমা বিস্ফোরন দিনহাটার গোসানীমারি এলাকায়। বোমা ফেটে গুরুতর আহত দুই শিশু সহ চার।

ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের গোসানিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নাটাবাড়ি এলাকায়। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পরে সম্পূর্ণ গোসানিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বোমা বিস্ফোরণে ঘটনায় আহত চারজনকে ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে আহত ওই চারজনের নাম সাত্তার মিয়া, মোজাফফর মিয়া, এছাড়াও আরও দুই শিশু গুরুতর আহত অবস্থায় রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন সংশ্লিষ্ট ওই এলাকার সাত্তার মিয়ার বাড়িতে ৪-৫ টি তাজা বোমা বিস্ফোরণ ঘটে এবং সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Video News দেখতে Subscribe করুন YouTube Channel