Latest News

Ad Code

হঠাৎ পদত্যাগ করলেন পৌরসভার চেয়ারম্যান, নেপথ্যে অন্তর্কলহ?

বিধায়কের অসহযোগিতায় হঠাৎ পদত্যাগ করলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান

Suiri municipality chairman


কানাঘুষো জল্পনা চলছিল সেই জল্পনাকে সত্যি করে একত্রিশে জুলাই সোমবার সিউড়ি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন প্রনব কর । পাশাপাশি ছাড়লেন পনেরো নং ওয়ার্ডের কাউন্সিলর পদও । যা নিয়ে শুরু হয়েছে জল্পনা । সিউড়ি পৌরসভা বর্তমানে তৃনমূলের দখলে আছে । 



সোমবার সিউড়ি সদর মহকুমাশাসক অনিন্দ্য সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রনব কর। পদত্যাগপত্রে প্রনব কর লেখেন, "আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত। চিকিৎসক ছয়মাস বেড রেস্টের পরামর্শ দিয়েছেন । সিউড়ি পৌরসভা চরম অর্থনৈতিক সঙ্কটে ভুগছে । সিউড়ী বিধায়ক তহবিল থেকে সাহায্য করা হয় না । বারবার বলা সত্ত্বেও সিউড়ির বিধায়ক অসহযোগিতা করছেন । এই অবস্থায় আমার পক্ষে চেয়ারম্যানের পদে থেকে পৌরসভা চালানো কষ্টকর হয়ে গিয়েছে ।" 



প্রনব কর বলেন, "পারিবারিক সমস্যা এবং শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করলাম । কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করেছি । পদত্যাগ করার বিষয়ে দল আমাকে কোনো নির্দেশ দেয়নি । অন্য কোনো দলে যাবো না রাজনীতি ছেড়ে বাড়ীতে বসে যাবো সেটা পরের বিষয় । অনুব্রত মণ্ডল আমাকে চেয়ারম্যান পদে বসিয়েছিলেন । আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম ।" 



বিজেপি জেলা সহসভাপতি দীপক দাস বলেন, "নির্বাচিত প্রতিনিধি ছিলেন না । ভয় দেখিয়ে পুলিশের সহায়তায় সিলেক্টেড হয়েছিলেন । পায়ের তলায় মাটি সরে যাচ্ছিলো ।" 



প্রসঙ্গত উল্লেখ্য, পুরসভার কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরদের বোঝাপড়ার অভিযোগ তুলে তৃণমূল জেলা নেতৃত্বকে চিঠি পাঠিয়েছিল সিউড়ি পৌরসভার তেরোজন তৃণমূল কাউন্সিলর । গত তিরিশে মে বিকালে সিউড়ি তৃণমূল কার্যালয়ে সাংসদ শতাব্দী রায় এবং সিউড়ি বিধানসভাকেন্দ্রের তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি সামাল দিয়েছিল । 



যদিও সেই আলোচনায় উপস্থিত ছিলেন না সিউড়ি পৌরসভার নয়নং ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং তেরোনং ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে । পঞ্চায়েত নির্বাচন মিটতে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই ইস্যু । রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হয়েছে এই তেরোজন বিক্ষুব্ধ কাউন্সিলর ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code