Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুভেন্দু অধিকারীর গাড়ীতে হামলার অভিযোগে সাত জনকে গ্রেফতার

শুভেন্দু অধিকারীর গাড়ীতে হামলার অভিযোগে সাত জনকে গ্রেফতার

Suvendu Adhikari car attack


কোচবিহার:-

কোচবিহারে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই ঘটনার রিপোর্ট নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই খবর। বিরোধী দলনেতার উপর আক্রমনের ঘটনা ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে বিজেপির কর্মী ও সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

শুভেন্দু অধিকারীর গাড়ীর উপর হামলার ঘটনায় কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে কোচবিহারে থানায়। জানা গিয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ ৪১জনের নামে অভিযোগ করে বিজেপি। অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ির উপর হামলার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল কোচবিহার সফরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে খাগড়াবাড়িতে কালো পতাকা দেখানো হয়, ভাঙা হয় গাড়ির কাচ। আর তারপরেই শোরগোল পড়ে যায় কোচবিহার জুড়ে। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code