বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়


Mamata Banerjee


প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেদিনই পূর্বসূরীর খোঁজখবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে নিজে হাসপাতালে যান মমতা। 



হাসপাতাল থেকে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওনার জ্ঞান আছে ভালোই। হাত নাড়লেন। ভেন্টিলেশন থেকে খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাকটা চলছে। আমার মনে হয়েছে, প্যারামিটারগুলি অনেকটাই ঠিক আছে। বাদবাকীটা উনি কেমন আছেন,  কী আছেন, যাঁরা মেডিক্যাল বোর্ডে আছেন বা যাঁরা চিকিৎসা করছেন, তাঁরাই বলতে পারে। আমি ডাক্তার নই'।



চিকিৎসককে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের কথা জানাতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক সৌতিক পণ্ডা বলেন, 'ইনভেসিভ ভেন্টিলেশন থেকে সফলভাবে বের করা হয়েছে বুদ্ধবাবুকে। এখনও পর্যন্ত যা শারীরিক অবস্থা (Physical Condition), তাতে আমরা খুশি।' একই সঙ্গে তিনি বলেন, 'আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, তবে উনি পারবেন।'

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডসে মমতা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডসে মমতা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? #TodayNews #MamataBanerjee

Posted by Sangbad Ekalavya on Monday, July 31, 2023