Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sayani Ghosh: এড়ালেন ইডির হাজিরা, ইডিকে ৫৩০ পাতার নথি মেইল সায়নীর

ED: Sayani Ghosh sent mail to ED

Sayani Ghosh


ইডির হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। আজ একাধিক নথি নিয়ে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল সায়নী ঘোষের। কিন্তু হাজিরা না দিয়ে মেইলেই নথি পাঠিয়ে দিলেন তিনি এমনটাই খবর। মেইল করে ইডি দফতরে তাঁর আজ হাজিরা না দেওয়ার কথা জানিয়ে ইডির চাওয়া নথি অনুযায়ী ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।



হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। জেলায় জেলায় চলছে প্রচার। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আজ পূর্ব বর্ধমানের গলসিতে যাওয়ার কথা সায়নীর। ভোটের প্রচারে ব্যস্ত থাকাতেই আজ হাজিরা দিতে যেতে পারছেন না তিনি ইডিকে মেইল করে নাকি এমনটাই জানিয়েছেন সায়নী। তবে ভোট মিটে যাওয়ার পর, তদন্তের স্বার্থে তাঁকে যেকোনও সময় যেকোনও জায়গায় ডাকলে তিনি যাবেন বলেও জানিয়েছেন।



প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব করেছিল ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রে জিজ্ঞাসাবাদ করতে হাজিরার জন্য সায়নী ঘোষকে সমন পাঠায় ইডি। হাজিরাও দিয়েছিলেন সায়নী। গত শুক্রবার ইডি দফতরে হাজিরা দেন সায়নী ঘোষ। সেদিন ইডি দফতরে ঢোকার মুখে সায়নী ঘোষ জানান, "আমি নির্বাচনী প্রচারে ছিলাম। ৪৮ ঘণ্টার নোটিসে আমাকে ডাকা হয়েছে। আমাকে সশরীরে হাজিরার কথা বলা হয়েছিল। তাই আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছে। আমার নিজের সামর্থ্য অনুযায়ী তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code