বিজেপি-র প্রার্থীর মুন্ডু নিয়ে খেলা করার ও গোটা পরিবারকে পুড়িয়ে মারার হুমকি

BJP



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বিজেপি-র পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়িতে প্রার্থীর মুন্ডু নিয়ে খেলা করার ও গোটা পরিবারকে পুড়িয়ে মারার হুমকি পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের নারায়ণদিঘী এলাকায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনায় বর্ধমান থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী কৌশিক কুণ্ডু। 



মঙ্গলবার সকালেই বর্ধমান ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির ২০ নং আসনের বিজেপি প্রার্থী কৌশিক কুন্ডু-র নারায়নদিঘী-র বাড়িতে তাঁর গেটে এই হুমকি পোষ্টার দেখতে পাওয়া যায়। বর্ধমান ১ নং ব্লকের যুব তৃণমূলের সভাপতি তথা ওই আসনেরই তৃণমূল প্রার্থী মানস ভট্টাচার্যের নেতৃত্বে এই হুমকি পোস্টার দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ, এর আগেও বহুবার মানস ভট্টাচার্যের নেতৃত্বে হুমকি দেওয়া হয়েছিলো। 



কৌশিক কুন্ডুর অভিযোগ,গতকাল রাতে তাকে ফোন করে হুমকি দেয় প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য। তারপরেই সকালে বাড়ির দরজার উপর একটি পোস্টার দেখা যায়।যেখানে লেখা আছে, ফোন করেছিলাম সুদরালিনা। সাবধান থাক। ১১ তারিখের পর খেলা হবে মুন্ডু নিয়ে তোর। পুড়িয়ে মারবো তোর গোটা গুষ্টি-কে। 



কৌশিকবাবু জানিয়েছেন, এই ঘটনার পর আমি আর আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছি।থানায় অভিযোগ করেছি,উপযুক্ত তদন্তের দাবী জানাচ্ছি। 



এব্যাপারে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, মায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলের। হেরে যাবে বুঝতে পেরেই হুমকি সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে তৃণমূল। বগটুই-এর ঘটনাকে উদাহরণ হিসাবে খাড়া করে হুমকি দিচ্ছে। এব্যাপারে তাঁরা রাজ্যপাল, নির্বাচন কমিশন ও পুলিশে অভিযোগ করেছেন। উপযুক্ত তদন্তের দাবী জানিয়েছেন। 



যদিও এই অভিযোগ অস্বীকার করে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওই পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস ভট্টাচার্য জানিয়েছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। অশান্তি ছড়াতেই বিজেপি মিথ্যার আশ্রয় নিচ্ছে। নিজেরাই পোস্টার মেরে মিথ্যা অভিযোগ করছে।