CPIM প্রার্থীদের হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে স্মারকলিপি DM-কে
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
গোটা রাজ্য জুড়ে চোর দূর্নীতিগ্রস্থ পঞ্চায়েত ভাঙতে ত্রিস্তর পঞ্চায়েতে গ্ৰাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট।আর এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও সিপিএম প্রার্থী দেওয়ায় মনে ভয় ধরেছে শাসক দলের। এই ভয় থেকেই নমিনেশন ফাইল করা থেকে শুরু করে এখোনো পর্যন্ত পাড়ায় পাড়ায় বুথে বুথে সিপিআইএমের মহিলা প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধ।
যদিও বামপ্রন্থীদের এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।
আগামী ৮ জুলাই গোটা রাজ্যে একদফায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা রাজ্যর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও বিরোধীদের হুমকি, মারধর করার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। ৮ তারিখ ভোটের দিন এবং ভোটের আগে ও পরে জেলার সিপিআইএম পার্টির মহিলা প্রার্থীদের এবং মহিলা কর্মীদের নিরাপত্তার দাবিতে আজ জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলো সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি।
সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি বলেন গোটা বাংলার পাশাপাশি পূর্ব বর্ধমানের সরাইটিকর,খাগরা গড়, সহ জামাল পুরের একাধিক জায়গায় সিপিএমের প্রার্থী দিতে দেওয়া হয় নি। তাও যতো জায়গায় আমরা প্রার্থী দিয়েছি সেই সমস্ত এলাকায় আমাদের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।
তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন এটা সম্পুর্ন মিথ্যা কথা। কারন ৩৪ টা বছর সিপিআইএম সারা রাজ্যটাকে ভিত সন্ত্রস্ত করে রেখেছিলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊