Sahara Refund Portal : crcs sahara refund portal apply online link
'সাহারা রিফান্ড পোর্টাল' (Sahara Refund Portal) চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পোর্টালের মাধ্যমে সাহারা ইন্ডিয়ার চারটি কো-অপারেটিভ সোসাইটির বৈধ লগ্নিকারীরা অবশেষে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর তাঁরা টাকা ফেরত পাবেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 'সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিস (CRC)- সাহারা রিফান্ড পোর্টাল' (Sahara Refund Portal)-এ আবেদন করার ৪৫ দিনের মধ্যে লগ্নিকারীরা টাকা ফেরত পেয়ে যাবেন।
গত ২৯ মার্চ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, নয় মাসের মধ্যে সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটির ১০ কোটি লগ্নিকারীকে টাকা ফিরিয়ে দেওয়া হবে। যে ঘোষণা করা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের পর। চারটি কো-অপারেটিভ সোসাইটির লগ্নিকারীদের টাকা ফেরানোর জন্যই মার্চেই 'সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট' থেকে ৫,০০০ কোটি টাকা ট্রান্সফারের অনুমতি দেয় শীর্ষ আদালত।
সেইসময় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, কেন্দ্রীয় সরকারের আবেদন ‘যুক্তিসংগত এবং ক্ষতিগ্রস্ত জনসাধারণের বৃহত্তর স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।’ সেইসঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে সাহারা গ্রুপের ওই চারটি কো-অপারেটিভ সোসাইটির লগ্নিকারীদের পরিচয় যাচাই করতে হবে কেন্দ্রকে। সেজন্য তাঁরা যে বিনিয়োগ করেছেন, সেটার প্রামাণ্য নথি জমা দিতে হবে। যাচাই প্রক্রিয়ার পর লগ্নিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের টাকা ফেরত দিতে হবে বলে নির্দেশ দিযেছিল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার নয়াদিল্লিতে সেই রিফান্ড পোর্টালের ('CRCS-Sahara Refund Portal') উদ্বোধন করেন শাহ। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘সাহারা গ্রুপের চারটি কো-অপারেটিভ সোসাইটির (সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, সাহারায়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড) প্রকৃত আমানতকারীদের বৈধ ক্লেম দাখিলের জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছে।’
সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, হুমারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং স্টারস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড – চারটি সাহারা গ্রুপ সোসাইটির যোগ্য আমানতকারীরা CRCS সাহারা রিফান্ড পোর্টালে (Sahara Refund Portal) ফেরতের জন্য আবেদন করতে পারেন।
CRCS-Sahara Refund Portal Link Online
সাহারা রিফান্ডের জন্য অনলাইনে আবেদন করার ওয়েবসাইটের লিঙ্কটি হল https://mocrefund.crcs.gov.in।
আপনি সাহারা (Sahara Refund Portal) রিফান্ড পোর্টালে (https://mocrefund.crcs.gov.in/Faq) শেয়ার করা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে অর্থ ফেরত সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেখতে পারেন।
প্রাথমিক পর্যায়ে, রিফান্ড পোর্টালটি (Sahara Refund Portal) আমানতকারীদের 5000 কোটি টাকা পর্যন্ত বিতরণ করবে। যাইহোক, প্রতিটি আমানতকারী প্রথম পর্যায়ে মাত্র 10,000 টাকা পেতে সক্ষম হবেন।
অমিত শাহ বলেছেন যে প্রাথমিকভাবে 10,000 টাকা ট্রায়াল ভিত্তিতে বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হবে। ধীরে ধীরে, ট্রায়াল সফল হলে ফেরতের পরিমাণ বাড়ানো হতে পারে।
প্রায় 1 কোটি 7 লক্ষ বিনিয়োগকারী রিফান্ড পোর্টালে নিবন্ধন করতে পারেন এবং প্রাথমিক পর্যায়ে 10,000 টাকা পর্যন্ত দাবি করতে পারেন, শাহ বলেছেন। 4 কোটি আমানতকারী রয়েছে যারা 10,000 টাকা পর্যন্ত পাওয়ার যোগ্য।
সাহারা গ্রুপ অফ কোঅপারেটিভ সোসাইটি (Sahara Group of Cooperative Societies) দ্বারা আবেদনটি জমা দেওয়ার 30 দিনের মধ্যে যাচাই করা হবে। পরবর্তী 15 দিনের মধ্যে অর্থাৎ অনলাইন দাবি দাখিলের 45 দিনের মধ্যে এসএমএস/পোর্টালের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।
আমানতকারীদের একই দাবির আবেদনপত্রে চারটি সমিতির সাথে সম্পর্কিত সমস্ত দাবি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিল করা দাবীগুলোই বিবেচনা করা হবে।
দাবী জমা দেওয়ার জন্য কোন ফি নেই। যেকোন প্রযুক্তিগত সমস্যার জন্য আপনি সোসাইটির টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন ( 1800 103 6891 / 1800 103 6893 ) ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊