Primary Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্পেশাল এডুকেশন বিএড করা প্রার্থীরা এবার প্রাথমিকের ইন্টারভিউ বুঝতে পারবে এমনই বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হল।
কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম প্রার্থীদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিচ্ছে। জানা যাচ্ছে 19 ফেজের ইন্টারভিউ হবে। জানা গেছে ২৪ শে জুলাই পর্ষদের তরফে ইন্টারভিউ নেওয়া হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। কললেটার ডাউনলোড করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ঠেকাতে এবছর একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ থাকছে চক ডাস্টার। প্রার্থীদের ইন্টারভিউয়ে নিতে হচ্ছে ক্লাস। পাশাপাশি, পরীক্ষকদের দেওয়া নাম্বার সরাসরি গিয়ে আপলোড হচ্ছে পর্ষদের সার্ভারে। তিনজন পরীক্ষার নাম্বার সরাসরি সার্ভারে আপডেট হওয়ার পর তার গড় নাম্বারই হবে প্রার্থীর প্রাপ্ত নাম্বার। পরে কারচুপি এড়ানো যাবে বলে মনে করে পর্ষদ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊