Primary Teacher Recruitment: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো
শেষ হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) ১৯ তম ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড প্রক্রিয়া । এবার চূড়ান্ত ফলাফল প্রকাশের পালা। জানাযাচ্ছে আগস্টেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে।
জানাগেছে, ১১ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) মেধাতালিকা প্রস্তুতির কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই মেধাতালিকাকে যথাসাধ্য নির্ভুল করতে ‘বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে পর্ষদের (WBBPE) তরফে।
প্রায় ১১৫০০ টি শূন্য পদে শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) মেধাতালিকা যাতে নির্ভুল থাকে তার জন্য এরকম একাধিক পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।
ইতিমধ্যে হাইকোর্টে বেতনবন্ধের উপক্রম হয়েছিলো পর্ষদ সভাপতির। তাই নিয়োগ (Primary Teacher Recruitment) সংক্রান্ত যাতে কোন ত্রুটি না থাকে তার জন্য অত্যন্ত সূক্ষ্মতার সাথে এগোচ্ছেন বলেই খবর।
জানাগেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে প্রাথমিক শিক্ষা সংসদ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। মানুষের ভুল হোক বা প্রযুক্তিগত ত্রুটি, সব দিক যাচাইয়ের মাধ্যমেই মেধাতালিকাকে নির্ভুল করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তাঁর কথায়, “মেধাতালিকাকে যতটা সম্ভব ত্রুটিমুক্ত করা যায়, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া যায়, সব নেওয়া হয়েছে।”
আর তাই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের আগে যাতে তালিকা নিয়ে আবার কোনও অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে।
প্রথমত চাকরি প্রার্থীদের দেওয়া তথ্য সার্ভারে থাকা তথ্যের সঙ্গে মিলেয়ে দেখা হচ্ছে । এই পর্বে পরিক্ষার্থীরা ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড এর আবেদন করার সময় যে সকল তথ্য দিয়েছিলো তা ভালো করে দেখা হচ্ছে। আরও পড়ুন: SSC : ভগবানই বাঁচাতে পারে- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত
যে সমস্ত পরীক্ষার (মাধ্যমিক,উচ্চমাধ্যমিক , গ্র্যাজুয়েশন ইত্যাদি) নম্বর দিয়েছে প্রার্থীরা সেই সমস্ত নম্বর ঐ বোর্ড বা কাউন্সিল থেকে ডেটা নিয়ে তা মিলেয়ে দেখা হচ্ছে, যে চাকরি প্রার্থীরা কোথাও কোনও ভুল তথ্য দিয়েছে কিনা।
তবে কবে চূড়ান্ত প্যানেল (Primary Teacher Recruitment) প্রকাশিত হবে সে বিষয়ে পর্ষদ কোন তারিখ না জানালেও সূত্রের খবর সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের মধ্যেই প্রকাশিত হতে চলেছে প্রায় ১১ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊