SSC : ভগবানই বাঁচাতে পারে- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত
নিউজ ডেস্ক: ভগবানই বাঁচাতে পারে পশ্চিমবঙ্গকে , এমনই নজিরবিহীন মন্তব্য সুপ্রিমকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের।
ইতিমধ্যে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। স্কুল সার্ভিস কমিশন (SSC), প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) পাশাপাশি কলেজ সার্ভিস কমিশন (CSC) বাদ নেই কোন স্তরই। প্রতিটি ক্ষেত্রেই নানান দুর্নীতির চিত্র উঠে আসছে প্রায় প্রতিটা দিন।
এরফলে যেমন একের পর এক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তেমনি মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এই অবস্থায় বিরাট মন্তব্য করলরন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। ভগবানই বাঁচাতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যকে।
জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এজলাসে শুনানি পর্বে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন । বলা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যা হয়েছে তা পুরোপুরি রাজনৈতিক। এক্ষেত্রে যা পরিস্থিতি তাতে একমাত্র ভগবানই পারে রাজ্যকে বাঁচাতে।
দীপঙ্কর দত্ত শুনানির পর্যবেক্ষেণে কড়া মন্তব্য করে বলেন, ‘দিনের পর দিন কী হচ্ছে এটা? সবেতেই রাজনীতি জড়িয়ে যাচ্ছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ হলেই তা নিয়ে মামলা হয়ে যাচ্ছে। এ তো দেখছি, ভগবান ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না।’
সোমবার এসএসসি (SSC)-র একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে। সেখানেই এদিন ওই মন্তব্য করেন শীর্ষআদালতের বিচারপতি দত্ত। সোমবার সময়াভাবে পিছিয়ে গিয়েছে শুনানি। এই মামলার পরবর্তী শুনানি আজ মঙ্গলবার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊