আমি চোর ধরি আর অফিসাররা তাদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেয়- প্রতিবাদে পথ অবরোধ হোমগার্ডের


Punjab Police Home Guard



সাধারন মানুষকে নানান দাবীতে বিভিন্ন সময় পথ অবরোধ করে প্রতিবাদ জানাতে দেখা যায়। কিন্তু এবার পথচারীরা দেখলো এক ভিন্ন দৃশ্য। যে পুলিস পথ অবরোধ হলে তা সড়াতে ব্যস্ত থাকেন সেই পুলিসই পথ আটকে শুয়ে আছেন।




শনিবার এমনই ঘটনা ঘটেছে পঞ্জাবের (Punjab) জলন্ধরে। বাসের সামনে শুয়ে রয়েছেন পাঞ্জাব পুলিসের এক হোমগার্ড (Punjab Police Home Guard) ।




তবে এখানেই আশ্চর্যের শেষ নয়। সেই হোমগার্ডের দাবি আরও আশ্চর্যের। বাসের সামনে শুয়ে থাকা হোমগার্ডের দাবি, পুলিশের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন তিনি।




সেই হোমগার্ড (Punjab Police Home Guard) জানান- যাদেরই গ্রেফতার করে আনেন তিনি, থানার পুলিশকর্মীরা তাদেরকে ঘুষ খেয়ে ছেড়ে দেন। এর প্রতিবাদেই তিনি এই পথ বেছে নিয়েছেন।




হোমগার্ডের (Punjab Police Home Guard) এই প্রতিবাদে হাইওয়ের উপরে ব্যাপক যানজট হয়। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।




ভিডিয়োয় দেখা গিয়েছে, হোমগার্ড (Punjab Police Home Guard) রাস্তায় শুয়ে বিক্ষোভ করছেন। এক পুলিশ অফিসার এসে তাঁকে সরানোর চেষ্টা করছেন। ওই হোমগার্ডকে পুলিশ অফিসার লাথি মারছেন, এমনও দেখা যায়। ওই হোমগার্ড বলেন, “আমি চোর ধরি আর আমার পুলিশ স্টেশনের অফিসাররা তাদের কাছ থেকে টাকা নিয়ে অপরাধীদের ছেড়ে দেয়।”