সাত সকালে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ধুপগুড়ির দুই খেলোয়াড়

Dhupguri news



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


অল্পের জন্যে প্রাণে বাঁচলেন দুই জন খেলোয়াড়। প্রতিদিনের মত আজ সকাল ৫টা নাগাদ ধূপগুড়ির দুই খেলোয়াড় শরীর চর্চার জন্য এশিয়ান হাইওয়ের ৪৮ নং ধরে ধূপগুড়ি ফুটবল খেলার মাঠে যাচ্ছিলেন প্রাকটিস করার জন্যে। আচমকা দ্রুত গতিতে ছুটে আসা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনার মুখোমুখি হয়।




জানা যায়, মাছ বোঝাই পিকআপ ভ্যানটি আসাম থেকে দিনাজপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর উপরে উঠে যায়। পাশেই ছিলেন ওই দুই খেলোয়াড়। অল্পের জন্য প্রানে বাঁচেন দুই খেলোয়াড়। 




প্রত্যক্ষদর্শী গগন রায় জানান, দ্রুত গতিতে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান গয়েরকাটার দিক থেকে ধুপগুড়ি যাওয়ার পথে রেলিং এসে ধাক্কা মারে ঘটনায় সামান্য আঘাত পান চালক বলে জানা গেছে।




ঘটোনার খবর পেয়ে ছুটে আসেন ধুপগুড়ির ট্রাফিক পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করছে পুলিশ।