Latest News

6/recent/ticker-posts

Ad Code

শোবার ঘরেই অচৈতন্য দেহ উদ্ধার, তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ

শোবার ঘরেই অচৈতন্য দেহ উদ্ধার, তদন্তে সাহেবগঞ্জ থানার পুলিশ

body



দিনহাটা: 

অতিরিক্ত মাদক সেবনে মৃত্যু সাদিয়ালেরকুঠির এক যুবকের, ঘটনায় চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা যায় চৌধুরীহাট সাদিয়ালেরকুঠি এলাকার আনুমানিক বছর ২৭ এর নয়ন মোদক নামের এক যুবকের বাড়ির নিজের শোবার ঘরেই তার অচৈতন্য দেহ উদ্ধার হয়।

শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ পরিবারের সদস্যরা দেখতে পায় অচৈতন্য অবস্থায় ওই যুবক নিজের শোবার ঘরে পরে রয়েছে। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা ওই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যরা জানান ওই যুবক দীর্ঘদিন থেকে অতিরিক্ত মাদক সেবন করতো।

খবর পেয়ে এদিন রাত আনুমানিক নয়টা নাগাদ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code