ভোটের ফলাফল । গ্রাম বাংলার রায় । কোচবিহারে এগিয়ে কে? LIVE UPDATE
সকাল ৮ টা থেকে ভোটের ফলাফল গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে কোচবিহারে একটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। (Coochbehar Vote Result 2023)
Tier | TMC | BJP | LEFT | CONG | OTHERS |
---|---|---|---|---|---|
GP | 00 | 00 | 00 | 00 | 00 |
PS | 00 | 00 | 00 | 00 | 00 |
ZP | 01 | 00 | 00 | 00 | 00 |
দিনহাটা ২ ব্লকের 12 টি অঞ্চলে মোট পঞ্চায়েত
সাহেবগঞ্জ
সফিয়া বিবি ৫২১ তৃনমূল
সোনাই দাস ৫২২ তৃনমূল
গীতা বর্মন ১৮৫ বিজেপি
সাবজা খাতুন ৬০৯ তৃনমূল
মুজাফফর রহমান ৫৪২ তৃনমূল
রুকসানা খাতুন ৫৪৭ তৃনমূল
সাবিত্রী রায় বৈদ্য বর্মন ৪০২ তৃনমূল
পারুল রায় সরকার ৩৬৮ বিজেপি
সঞ্জিত বর্মন ৪৯০ তৃনমূল।
মিরাতুন বিবি ৩৫০
কৃষ্ণ কান্ত শিল ৩৬৫ তৃনমূল
পার্বতী বর্মন ২৫৩ নির্দল
ছানু মোদক ৩৯৩ তৃনমূল
অনুপমা সরকার তৃনমূল
অভিজিৎ বর্মন ৩০৩ তৃনমূল
রিক্তা বর্মন ৫১০তৃনমূল
বুড়িরহাট ১
জয়ী প্রার্থী- কল্পনা বর্মন ৬৩৫ (তৃনমূল) জয়ী
২. টুম্পা বর্মন২৭৫ (তৃনমূল) জয়ী
৩. ইন্দ্রজিৎ দাস (৩৪৫) তৃনমূল জয়ী
৪. তপন কুমার বর্মন (৫৭৩) জয়ী
৫. অনিতা বর্মন ৩৮৯
৬. নিমাই চন্দ্র দাস ২৩৪ (তৃনমূল) জয়ী
৭. আলিমা খাতুন ৫১২ তৃনমূল জয়ী
বাকি ৫ টি আসনেও তৃণমূল জয়ী।
বুড়িরহাট ২ জিপি
জয়ী প্রার্থী
রঞ্জন বর্মন ৪৯৮
ঝুমকি দত্ত ৫২১
সঞ্চয়িতা রায় সরকার ৫১০
টুম্পা বর্মন রায় ৪৬২
তপতী বালা রায় বর্মন ৭১০
সুনীল বর্মন ৬২৪
জানকী রায় ৫৩৪ বিজেপি
অঞ্জলি বর্মন ৪৬৯ বিজেপি
কুমার দিলীপ নারায়ণ ৩২৪ জয়ী
জয়ন্তী রায় ২৮৪ তৃনমূল জয়ী
মনোয়ারা পারভীন বিবি ৪৯৪ তৃনমূল কংগ্রেসের প্রার্থী
শেফালী বর্মন ৫০৮ তৃনমূল কংগ্রেসের প্রার্থী জয়ী
গৌতম বর্মন ৪৩৮ বিজেপি প্রার্থী জয়ী
সারথী বর্মন ৩০৬ বিজেপি প্রার্থী জয়ী
পিংকী বর্মন মন্ডল ৬১২ তৃনমূল কংগ্রেসের প্রার্থী জয়ী
বড়শাকদল
বিজয়ী প্রার্থী পঞ্চায়েত
১.জয়া সরকার ৪৪৭ তৃনমূল কংগ্রেসের প্রার্থী
২. পিংকী দাস ৫৩৮ তৃনমূল
৩.পিনাকী দাস ৫৩৮ তৃনমূল
৪.বিমলা রায় সরকার ৪৬৯ তৃনমূল
৫.মমতা বর্মন রায় ২৯৫ তৃনমূল
৬.ছবিতা বর্মন ৭৯১ তৃনমূল
৭. কমল চন্দ্র রায় ৫২৪ তৃনমূল
৮.কল্পনা অধিকারী ৩৭৭ বিজেপি
৯. রানু বর্মন ৫০২ তৃনমূল।
১০. জয়ন্ত কুমার রায় বর্মন ৫১৩
১১. ককিলা বর্মন ৩৮৫
১২. নিয়তি রায় বর্মন ৩৩৬
১৩. লক্ষ্মী ধর সরকার ৩৩৮
১৪. গীতা রানী সাহা সরকার ৫৬১
১৫. বিশ্বজিৎ দে ৩৭৩
১৬.অনিলচন্দ্র বর্মন ৩৯১
১৭. অশোক কুমার বর্মন ৪৭০.
নাজিরহাট ১
রত্না বর্মন ৫২৭
প্রসেনজিৎ রায় ৩৪৩ বিজেপি
রূপালী বর্মন ২৫৭
আবুবক্কর সিদ্দিকা মিঞা ৩৯৫
স্মৃতি রায় ৬০২
তাজাকির চৌধুরী ২৫৪
জয়ন্তী বর্মন ৬৩০
হাবিবর মিঞা ৫৮৮ ।
আবুবক্কর সিদ্দিক ৬০১
সেফালি রানী রায় ৪০৮
বানেছা বিবি ৩৯৫
ধনঞ্জয় ঘোষ ৪৮৭
সবিতা রায় সরকার ৬৭৫
সেরাজুল হক ৪৯৪
রসিদুল মিঞা ৭৮৫
নাজির হাট ২
দিপালী বর্মন ৫২৬ বিজেপি
নিরোবালা বর্মন ৪৮৯ বিজেপি
যুথিকা বর্মন ৪৪৭ বিজেপি
নমিতা রায় ২৮৪
জ্যোতির্ময় কুমার বর্মন ১৬৬
পরেশ বর্মন ৩২৫
শর্মিলা বর্মন ২৭৬
চঞ্চল দাস বর্মন ২১১
মলিন অধিকারী ৪৫৬
নমিতা বর্মন ৪২৩
ঝর্ণা বর্মন ৪১৯ বিজেপি
টিঙ্কি বর্মন ৪১৪
অনিতা রায় ৩৯৯
পদ্ম বর্মন ৪৯০
ডিম্পল রায় ৪২৯
পম্পা রায় বর্মন ৩৬৭
অজিত মিঞা ২৫৪
আকলিমা খাতুন বিবি ২৩১
নবীরুদ্দীন মিঞা ৩৫৯
কিশামতদশগ্রাম
সীমা বর্মন ১২১
সুশান্ত রায় ৫৯৪
সুধাংশু শেখর রায় ৪৪৪
রিঙ্কু রায় বর্মন ৪৭৭
ভারতী বর্মন ১০২৬
ভৈরব চন্দ্র প্রধান ৪৭৫
বামনহাট ২
পম্পা রায় বর্মন ৩৯৮ তৃনমূল
রেজ্জাক শেখ ৯০১
সন্তোষ রায় ৩৫৪
তনুস্কা বর্মন ২৭০
বামনহাট১
কাজলী বর্মন ৪২৭ তৃনমূল
সঞ্জীব সেন ৪৭৭ তৃনমূল
সবিতা থাপা দেবী ৪১৩ তৃনমূল।
দিনহাটা ২নং ব্লকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় যত গুলো গ্রাম পঞ্চায়েত দখলে রেখেছে তৃণমূল -
নয়ারহাট অঞ্চলে ১৮ টি
বড়শাকদলে ৩ টি
কিশামতদশগ্রাম ৪ টি
বামনহাট ১, ৪ টি
চৌধুরী হাটে ২২ টি
শুকারুকুটি ১৬ টি
বামনহাট-২, ৮ টি
আজ রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে হবে ভোট গণনা। আর প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। সাথে থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ। পাশাপাশি প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে সিসিটিভি। গণনা কেন্দ্রের বাইরে থাকবে ১৪৪ ধারা জারি। কড়া নিরাপত্তায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হবে।
সকাল ৮ টা থেকে রাজ্যের ৩৩৯ টি ভোটকেন্দ্রে শুরু হবে ভোটগণনা (Vote Counting)। সবথেকে বেশি গণনাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলায় মোট ২৮ টি গণনা কেন্দ্র রয়েছে। ফলাফলের ক্ষেত্রে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই ২ রাউন্ড করে গণনা হবে।
জানা যাচ্ছে, গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার (Counting Officer) এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট (Counting Agent)। প্রথম গ্রাম পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে গণনা হবে জেলা পরিষদের ভোট। প্রতিটি ক্ষেত্রেই দুই রআউন্ড করে গণনা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊