পঞ্চায়েতের ফলাফল LIVE UPDATE


পঞ্চায়েতের ফলাফল LIVE UPDATE 

WB Panchayat Election Result 2023 


Total

TMC

BJP

LF

INC

ISF

OTH

GP

`1847/3317

1254

288

110

137

14

44

PS

28/341

28

0

0

0

0

0

ZP

0/20

0

0

0

0

0

0


জেলা ভিত্তিক পঞ্চায়েত সমিতির ফলাফল 


DISTRICT

TMC

BJP

LEFT

CONG

OTH

DARJEELING

 

 

 

 

9

KALIMPONG

 

 

 

 

1

COOCHBEHAR

1

 

 

 

 

ALIPURDUAR

 

 

 

 

 

N DINAJPUR

3

 

 

 

 

S DINAJPUR

 

 

 

 

 

MALDAHA

 

 

 

 

 

JALPAIGURI

 

 

 

 

 

MURSHIDABAD

 

 

 

 

 

BIRBHUM

1

 

 

 

 

NADIA

 

 

 

 

 

HOOGLY

 

 

 

 

 

HOWRAH

 

 

 

 

 

N 24 PARGANA

 

 

 

 

 

S 24 PARGANA

8

 

 

 

 

E MEDINIPUR

 

 

 

 

 

W MEDINIPUR

 

 

 

 

 

BANKURA

 

 

 

 

 

PURULIA

 

 

 

 

 

JHARGRAM

 

 

 

 

 

E BARDHAMAN

 

 

 

 

 

W BARDHAMAN

 

 

 

 

 



আজ রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে হবে ভোট গণনা। আর প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। সাথে থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ। পাশাপাশি প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে সিসিটিভি। গণনা কেন্দ্রের বাইরে থাকবে ১৪৪ ধারা জারি। কড়া নিরাপত্তায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হবে।



সকাল ৮ টা থেকে রাজ্যের ৩৩৯ টি ভোটকেন্দ্রে শুরু হবে ভোটগণনা (Vote Counting)। সবথেকে বেশি গণনাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলায় মোট ২৮ টি গণনা কেন্দ্র রয়েছে। ফলাফলের ক্ষেত্রে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই ২ রাউন্ড করে গণনা হবে।



জানা যাচ্ছে, গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার (Counting Officer) এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট (Counting Agent)। প্রথম গ্রাম পঞ্চায়েত তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে গণনা হবে জেলা পরিষদের ভোট। প্রতিটি ক্ষেত্রেই দুই রআউন্ড করে গণনা হবে।