Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যপাল দিনহাটা থেকে ফিরতে না ফিরতেই রক্তাক্ত দিনহাটার গিতালদহ

রাজ্যপাল দিনহাটা থেকে ফিরতে না ফিরতেই রক্তাক্ত দিনহাটার গিতালদহ

gitaldaha




ফের উত্তপ্ত দিনহাটা । গতকাল রাতে ফের আর একবার উত্তপ্ত হলো দিনহাটার গিতালদহ। গুরুতর আক্রান্ত তৃণমূলের দাপুটে নেতা তথা দিনহাটা গিতালদহ -১ এর অঞ্চল সভাপতি মাহফুজার রহমান এবং তার শ্যালক রফিকুল।

মাহফুজার রহমান এবং তার শ্যালক রফিকুলকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা বর্তমানে কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন "গীতালদহ ১ এর ভোরাম গ্রামে আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী খলিল মিয়ার ছেলেকে আটকে প্রচন্ড মারধর করার কথা শুনতে পান মাহফুজুর রহমান। তিনি যেহেতু সেখানকার অঞ্চল সভাপতি তাই সেই এলাকায় তাকে উদ্ধার করতে গেলে মাফুজারকেউ দুষ্কৃতীরা বেঁধে প্রচন্ড মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সে এখন গুরুতর আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।"

পার্থ প্রতিম রায় আরো বলেন বর্ডার এলাকাগুলোতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এত মদত কোত্থেকে পাচ্ছে সেটা আমাদের জানা নেই। তা না হলে আমাদের অঞ্চল সভাপতিকে এভাবে মারধর করার সাহস পেত না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code