Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার ওকড়াবাড়ীতে নির্দল প্রার্থীর সমর্থকদের মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থীর সমর্থকদের মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

Okrabari news


নির্দল প্রার্থীর হয়ে ভোটের প্রচারের সময় এক নির্দল প্রার্থী সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটেছে দিনহাটা 1 নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা এলাকায়। মারধরের ফলে নির্দল প্রার্থীর সমর্থক প্রচন্ড আহত হয়ে দিনহাটা মহাকুমা হাসপাতালে ভর্তি। ওই নির্দল সমর্থকের নাম তয়বর আলী মিয়া। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে।



ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন বিকেলে ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা এলাকায় নির্দল প্রার্থীর হয়ে ভোটের প্রচার করছিলেন একদল নির্দল সমর্থক। সেই সময় রীতিমতো লাঠি সোটা অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী তাদের ওপর চরাও হয় এবং তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপর আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুষ্কৃতিদের মারধোরের ফলে তয়বর আলি মিয়া নামে এক নির্দল সমর্থক প্রচন্ড আহত হয়। পরে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।



এ বিষয়ে নির্দল সমর্থক বাপি রহমান বলেন, এদিন বিকেলে আমরা যখন ভোটের প্রচার করছিলাম সেই সময় এক দল তৃণমূলের গুন্ডাবাহিনী রীতিমতো লাঠি সোটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। ফলে তয়বর আলী মিয়া নামে এক নির্দল প্রার্থী প্রচন্ড আহত অবস্থায় বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।



তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। তৃণমূলের ওকড়াবাড়ি অঞ্চল সাধারণ সম্পাদক নাসির হোসেন বলেন, ওই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী জড়িত নেই। ভোটে হেরে যাওয়ার ভয়ে তারা এসব নাটক করছে। কারণ মানুষ তৃণমূলের পক্ষে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code