Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির প্রার্থীকে সমর্থন করায় প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ দিনহাটায়

বিজেপির প্রার্থীকে সমর্থন করায় প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ দিনহাটায়

Bjp TMC


পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি অব্যাহত। পঞ্চায়েত নির্বাচন ঘোষনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি ফুটে উঠেছে। কোচবিহার জেলার দিনহাটার পুঁটিমারী ১নং গ্রাম পঞ্চায়েতের কারিশাল বুথে এক বাড়িতে ভাঙচুরের ঘটনা অভিযোগের তীর তৃণমূলের দিকে। 



অভিযোগ, এলাকার সদ্য প্রাক্তন প্রধানের উপস্থিতিতে তারই দলবল গত রাতে হামলা চালায়। গোলা, বারুদ দিয়ে হামলার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর করে। বাড়ির মালিক গোলজার হোসেন জানান, ছেলে তোফাজ্জল হোসেন আগে তৃণমূল করতো কিন্তু এবছর নমিনেশন সংক্রান্ত কারণে দল ছেড়ে দেয় এবং কোনোরকম রাজনৈতিক দলের হয়ে কাজ না করার কথা জানায়। কিন্তু এক আত্মীয় এই গ্রাম থেকেই বিজেপিতে ভোটে নমিনেশন সাবমিট করেছে। গতকাল বিজেপি নেতা জয় ঘোষ ছেলেকে নিয়ে কয়েকটা বাড়ি যায় ও প্রচার চালায়। এরপরেই রাতেই এই ঘটনা। 



তিনি বলেন, ঘর বাড়ি ভাঙচুর করে এবং বোমা, গুলির হামলা কারণে বাড়ির শিশুসহ অন্যান্যদের নিয়ে প্রাণে বাঁচতে পালিয়ে যায় সবাই। তবে অভিযোগ, প্রাক্তন প্রধান রফিকুলের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code