ছেলের হাতে মা খুন! চাঞ্চল্য এলাকাজুড়ে 

Murder


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

ছেলের হাতে মা খুন। রবিবার রাতে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের বাংকুবাজার এলাকায়। খুনি ছেলেকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা।মর্মান্তীক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।



জানা যায় এদিন স্থানীয় যুবক প্রসেনজিৎ উরাও সকালে তার মাকে আঘাত করলে তার মাথা ফেটে যায় মা স্থানীয় চিকিৎসকের কাছে ব্যান্ডেজ করিয়ে নেন। সন্ধ্যায সব ভুলে ছেলেকে খেতে ডাকলে ছেলে ফের মায়ের বুকে ক্রমাগত লাথি চালায়।বাবা বাঁচাতে এলে তার গলা চেপে ধরে এবং সজোরে ঘুষি মারে।ছেলের জোর লাথিতে মৃত্যু হয় মায়ের। মৃত মায়ের নাম ভাদো উরাও (৬২)।



পরবর্তীতে স্থানীয়রা ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃত দেহ উদ্ধার করে ও খুনি ছেলেকে আটকে করে থানায় নিয়ে যায়। ছেলের বাবা বন্ধন উরাও জানিয়েছেন ছেলে নেশা করে প্রায়শই মারধর করে,তবে আজ কি কারণে এমন কান্ড ঘটালো তার জানা নেই।