Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: তৃনমূল কংগ্রেসের পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দিনহাটায়

Dinhata News: তৃনমূল কংগ্রেসের পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দিনহাটায়


Dinhata News




নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:


পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। রাজ্যের মধ্যে দিনহাটা সংবাদের শিরোনামে বার বার উঠে আসছে। দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের ৭/৭১ নং বুধে আজ সকালে তৃনমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগের তীর বিজেপির দিকে।


এলাকার তৃনমূল কর্মী বাপ্পাদিত্য রায় জানান "বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই তারা চেষ্টা চালাচ্ছে কীভাবে এলাকায় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করা যায়।তাই গতকাল রাতে এলাকায় লাগানো তৃনমূল কংগ্রেসের ফ্লেক্স,ফেস্টুন পোস্টার সব ছিঁড়ে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি দোষী যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। "


যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বড়শাকদল অঞ্চলের ৭/৭১ নং বুথের বিজেপির বুথ সভাপতি জানান "রাতের অন্ধকারে তৃনমূল কংগ্রেসের কর্মীরাই তাদের দলের ফ্লাগ, ফেস্টুন ছিঁড়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছে। আমাদের বিশ্বাস পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্হা নেবে। সেই সাথে এলাকার যাতে শান্তি বিঘ্নিত না হয় এবং মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারও দাবি জানিয়েছেন তিনি। "


ইতিমধ্যে এলাকায় সাহবগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্হিতি নিয়ন্ত্রণে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code