Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝর তুললো সিপিআই (এম)

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝর তুললো সিপিআই (এম)


cpim


আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝর তুললো সিপিআই (এম)। কোচবিহার জেলা পরিষদের ২৪ নং আসনের বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী সুদেবী বর্মন (সরকার) এর সমর্থনে দিনহাটা ১ নং ব্লকের পুটিমারী ১ ও ২, ভিলেজ ১ ও ২, বড়আটিয়াবাড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে ট্যাবলো সহযোগে নির্বাচনী প্রচার করলো সিপিআই (এম)।

এদিনের এই প্রচার কর্মসুচিতে উপস্থিত ছিলেন এই আসনের প্রার্থী সুদেবী বর্মন সরকার ছাড়াও সিপিআই (এম) কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস দেব,মহিলা সমিতির নেত্রী দেবযানী মিত্র সহ অন্যান্যরা।

এদিনের এই প্রচার অভিযানে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যায় বলে জানিয়েছে সিপিআই (এম) নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code