ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যা দিনহাটার মেয়ে তানিয়া কান্তিকে সম্বর্ধনা
ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের সদস্যা দিনহাটার মেয়ে তানিয়া কান্তিকে তার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানালো বিদ্যাসাগর দ্বিশততম জন্মোৎসব কমিটি।
আজকের এই সম্বর্ধনায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অধ্যাপক অসিত কুমার চক্রবর্তী, সম্পাদক শ্রী উদয় কুমার ভট্টাচার্য, কোষাধ্যক্ষ শ্রী ধনঞ্জয় চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী চন্দন সেনগুপ্ত, ডা: অজয় মণ্ডল, বিশিষ্ট ক্রীড়া সঞ্চালক শ্রী বিদ্যুৎ বিশ্বাস, প্রধান শিক্ষক শ্রী সজল সাহা প্রমুখ।
তানিয়া কান্তির ফুটবল জীবন শুরু দিনহাটা সংহতি ময়দান থেকে। তারপর গারোপাড়া মহিলা একাদশের হয়ে জেলা পুলিশ ফ্রেন্ডশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হওয়া থেকে শুরু করে আসানসোলে পাড়ি। সেখানে অনুশীলনরত অবস্থায় শ্রীভূমি একাদশে সুযোগ এবং কন্যাশ্রী কাপে দূরন্ত ফুটবল খেলায় কলকাতার বাইরেও ডাক পায়। তারপর কর্নাটকের ক্লাব কিকস্টার্ট ফুটবল ক্লাবের হয়ে পরপর দু বার কর্নাটক লিগ জয়।
কিকস্টার্ট দলে থাকাকালীন গত বছর বেঙ্গল অনুর্ধ্ব ১৭ রাজ্য দলে সুযোগ। ন্যাশনাল ওমেনস চ্যাম্পিয়নশিপে নজরকাড়ায় অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপগামী মহিলা দলের রিজার্ভ দলে সুযোগ। সে যাত্রায় মূল দলে সুযোগ না পেলেও পর পর দুবার অনুর্ধ্ব ১৯ ও অনুর্ধ্ব ২৩ ভারতীয় মহিলা ফুটবল দলে সুযোগ পায়। অনুর্ধ্ব ২৩ ভারতীয় মহিলা দলের হয়ে বাংলাদেশে সাফ কাপে প্রতিনিধিত্ব করেন।
এছাড়াও অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে ভিয়েতনামে চারদেশীয় টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেন। দেশে ফিরে এবছর পুনরায় কিকস্টার্ট ফুটবল ক্লাবের হয়ে কর্নাটক লিগ জয় ও এবছর ইন্ডিয়ান ওমেনস লিগে রানার্স আপ হয়।
এবছরই অনুষ্ঠিত হওয়া প্রথম মহিলা ডুরান্ড কাপে শতাব্দি প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবের দলনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেন। সদ্য পাঞ্জাবে অনুষ্ঠিত ন্যাশনাল সিনিয়র ওমেনস্ চ্যাম্পিয়নশিপে সিনিয়র বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করে ঘরে ফিরছে তানিয়া কান্তি। এছাড়াও এম.এল.এ কাপ সহ কলকাতা ময়দানের বহু খেলায় প্রতিনিধিত্ব করেছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊