কালদিঘী শিশু উদ্যানের সৌন্দর্যায়নের উদ্যোগ নিল পুরসভা
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘী শিশু উদ্যানের সৌন্দর্যায়নের উদ্যোগ নিল গঙ্গারামপুর পৌর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইতিহাস বিজড়িত শহর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। গঙ্গারামপুর শহরেই রয়েছে বানগড়, এছাড়াও রয়েছে আলাউদ্দিন বখতিয়ার খলজির সমাধিস্থল।
গঙ্গারামপুর শহরে ইতিহাসে কালদীঘি ও ধলদীঘি দুইটি দুটি দিঘীর উল্লেখ পাওয়া যায়।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে গঙ্গারামপুর কালদিঘিতে বিগত বাম আমলে তৈরি হয় কালদিঘী শিশু উদ্যান। পরবর্তীতে রাজ্যে ক্ষমতায় আসার পর সুন্দর জনের লক্ষ্যে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে শিশু উদ্যানে আরও উন্নতিকরণ করা হয়। ট্রয় ট্রেন সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তি যোগায় গঙ্গারামপুর শিশু উদ্যানে।
এবার গঙ্গারামপুর শিশু উদ্যানের আরো উন্নতিকরণে যোগ দেওয়া হবে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
বুধবার সেইমত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ইঞ্জিনিয়ার সহ পৌরসভার চেয়ারম্যান গঙ্গারামপুর শিশু উদ্যান পরিদর্শন করলেন পার্কেরই টয়ট্রেন চড়ে। জানা গেছে, খুব তাড়াতাড়ি শিশু উদ্যান আরো উন্নতিকরণ হতে চলেছে।
পার্কের উন্নতিকরণ হবে বিষয়টি নিয়ে খুশির হাওয়া গঙ্গারামপুর শহর জুড়ে। ফের বলাই বাহুল্য গঙ্গারামপুর পৌরসভার স্বর্ণ মুকুটের আরো আরো নতুন পালক সংযোজন হতে চলেছে সৌন্দর্যায়নের মধ্য দিয়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊