Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের কালজানির নারকীয় ঘটনার প্রতিবাদে DI অফিসে ডেপুটেশন ABTA-র

কোচবিহারের কালজানির নারকীয় ঘটনার প্রতিবাদে DI অফিসে ডেপুটেশন ABTA-র

ABTA


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


কোচবিহারের কালজানির নারকীয় ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি ডিআই অফিসে ডেপুটেশন প্রদান করল এবিটিএ। জানা গেছে, কোচবিহার জেলার শাজাহানউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী দুষ্কৃতীদের দ্বারা অপহৃত ও পাশবিকভাবে নির্যাতিত হয়। এর পর গত ২৩ শে জুলাই সংকটজনক অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ছাত্রীটির মৃত্যু হয়। এই নিয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে এই নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিদর্শক(মাধ্যমিক) এর নিকট স্মারকলিপি প্রদান করেন এবং, শিক্ষা দপ্তর থেকে জেলার প্রতিটি বিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত করার দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code