আদালতে ঝুলে জয়ী প্রার্থীদের ভাগ্য, পঞ্চায়েত বোর্ড গঠনের সময়সীমা বাঁধলো পঞ্চায়েত ও গ্রামোন্নোয়ন দফতর
আদালতে ঝুলে জয়ী প্রার্থীদের ভাগ্য, পঞ্চায়েত বোর্ড গঠনের দিনক্ষণ নিয়ে সময়সীমা বেঁধে দিল পঞ্চায়েত ও গ্রামোন্নোয়ন দফতর। একদিকে যখন হাইকোর্টে ঝুলেই রয়েছে জয়ী প্রার্থীদের মামলা তখন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিধানসভায় পঞ্চায়েত বোর্ড গঠনের (Panchayat board formation) কথা ঘোষণা করেছিলেন। সেই মতোই আগামী ১৬ অগস্টের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠনের সময়সীমা বেঁধে দিল রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নোয়ন দফতর।
১৬ তারিখের মধ্যে সেই বোর্ড গঠন করতে হবে বলে জানিয়ে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার জন্য আজই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। (panchayat board formation)।
এবারের পঞ্চায়েত ভোটে গরমিল ও কারচুপির অভিযোগ ওঠে। এর পর সেই নিয়ে কলকাতা হাইকোর্ট একের পর এক মামলা দায়ের হয়। কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো মোতায়েন করা করা সহ একাধিক অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
পঞ্চায়েতের একটি মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে আদালত। অর্থাত্ আদালতের রায়ের উপরেই নির্ভর করবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সত্যিই বিজয়ী থাকবেন কিনা।
যেহেতু আদালতে ঝুলে পঞ্চায়েতের ভবিষ্যত তাই পঞ্চায়েত বোর্ড গঠন নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। তবে শেষমেশ সেই জট কাটিয়ে কি বোর্ড গঠনের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হল। যদিও আদালতে এখনো মামলা চলছে। গতকাল জানা গেছে ১৭ই আগস্ট পরবর্তী শুনানি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊