Dinhata Gitaldaha News : গিতালদহে সংঘর্ষের ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করলো পুলিশ


Dinhata Gitaldaha News



দিনহাটা,সিতাইঃ

গিতালদহে সংঘর্ষের ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য শনিবার রাতে দিনহাটা ১ নং ব্লকের গিতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের ভোরাম এলাকায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে।

এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমান ও কংগ্রেস প্রার্থী লতিফা খাতুনের স্বামী রফিকুল হক সহ বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে তারা কোচবিহারে বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন।

এই ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করে। রবিবার দুপুরে বারোটা নাগাদ তাদের দিনহাটা আদালতে তোলা হলে তিনজনকে পাঁচ দিনের পুলিশে হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।

অপরদিকে রবিবার সন্ধ্যা সাতটা দশ মিনিট নাগাদ বামনহাট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এমনটাই জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।

গ্রেফতার হওয়া ব্যাক্তিদের নাম আদম মিয়া(২৮), খুরশিদ আলম(৩৫)। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন এলাকার ২ যুবককে গ্রেফতার করে। বামনহাট শিব মন্দির সংলগ্ন এলাকায় আদম মিয়ার কাছ থেকেই উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র।