Central Force : অবশেষে কেন্দ্রীয় বাহিনীর দেখা মিললো দিনহাটায়
দিনহাটা:
অবশেষে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দেখা মিললো দিনহাটায়। পঞ্চায়েত নির্বাচনের ঘণ্টা বাজতেই দিনহাটায় মৃত্যু সহ একাধিক সংঘর্ষের খবর সামনে এসেছে। গতকাল দিনহাটার গিতালদাহ এলাকায় প্রাণনাশি হামলা হয় তৃণমূল এর পঞ্চায়েত সমিতির সভাপতি মাফুযার রহমানের উপর । গতকাল রাজ্যপাল দিনহাটার বিভিন্ন এলাকা এবং আজ সীমান্ত বাহিনীর সাথেও কথা বলেন। এমন পরিস্থিতিতে এলাকায় শান্তি ফেরাতে নয়ার হাট, চৌধুরীহাট সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী (Central Force)।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। প্রত্যেকদিন এভাবে উত্তেজনা ও সংঘর্ষের কারণে সাধারণ মানুষদের মনের মধ্যে তৈরি হচ্ছে ভয়-ভীতি।
তাই সাধারণ মানুষদের মনে পুনরায় পঞ্চায়েত নির্বাচনী ভীতি দূর করাতে দিনহাটা থানার পুলিশের উপস্থিতিতে বড় আটিয়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের বউবাজার ও দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার পুলিশের উপস্থিতিতে চৌধুরীহাট ও বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানেরা।
এদিন বিভিন্ন এলাকা ঘোরার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানেরা কথা বলেন এলাকার সাধারণ নাগরিকদের সাথে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সাধারণ মানুষদের কাছে জানতে চান এলাকায় কোন অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা! বা কেউ কোন প্রকার চাপ দিচ্ছে কিনা। এমনকি এলাকায় কোন রকম গন্ডগোল হলে বা কেউ কোনো রকম শান্তিপ্রিয় কাজে বাধা প্রদান করলে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এবং দিনহাটা ও সাহেবগঞ্জ থানার পুলিশের কাছে তৎক্ষণাত উভয় থানায় যোগাযোগ করার জন্য এলাকার নাগরিকদের আহ্বান জানান।
আর নির্বাচনের একেবারে দোরগোড়ায় এলাকায় এমন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হওয়ায় কার্যত খুশি এলাকার সাধারণ জনগণ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊