কেউ ভোট লুট করতে হলে দুটি চটি খুলেই পালাতে হবে-মীনাক্ষী
আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জীর:
রবিবাসরীয় প্রচারে সিপিএমের হয়ে প্রচারে এসে কেন্দ্র ও রাজ্যকে একযোগে নিশানা করলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি রানীগঞ্জের শ্রমিক আন্দোলনের প্রথম শহীদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার নির্বাচনী প্রচার পর্ব শুরু করেন। যেখানে প্রথমেই বল্লভপুর এলাকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সিপিআইএম প্রার্থীদের সঙ্গে নিয়ে তিনি বল্লভপুরের বাঁশতলা মোড়, সাহেবগঞ্জ, নারানকুরি সহ এগারা অঞ্চলের বিস্তীর্ণ অংশ ঘুরে প্রচার পর্ব সারেন।
শেষে এদিন রানীগঞ্জের এগারা অঞ্চলে ২০১১ সালের সন্ত্রাসের কথা তুলে ধরার সাথে কেন্দ্রের আধা সামরিক বাহিনী নিয়ে সরব হয়ে দাবী করেন এই নির্বাচন জনগণের নির্বাচন জনগণ নিজেদের স্বার্থে নিজেদের পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে গড়ে তুলবে নিজেদের পঞ্চায়েত।
তার দাবি বিগত পাঁচ বছরে যারা ভোটে জিতেছিল তারা নিজেদের পকেট গরম করতে ব্যস্ত ছিল মানুষ পাইনি সঠিক পরিষেবা। তাই নিজেদের দাবি আদায় গড়ে তুলতে হবে জনগণের পঞ্চায়েত। উল্লেখ্য এদিন তিনি ভোট প্রচারের সময় এক পথ সভায় সরব হয়ে দাবি করলেন বিগত নির্বাচনে মানুষ দেখিয়েছে এই বল্লভপুর অঞ্চলে ভোট লুট রুখে দেওয়া। তারা ভোট লুট করে সন্ত্রাস করতে আসা দুষ্কৃতিদের হটিয়ে দিয়েছে। আর শেষমেষ মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য ভোট বাক্সে জল ও কালি ঢেলে ভোট বয়কট করার চেষ্টা করেছে। আজ সেই ভোট লুটের সময়ে তৎকালীন বিধায়ক মানুষের গণআন্দোলনে এক পায়ে চটি ফেলে পালাতে বাধ্য হয়েছিল বলেই দাবি করলেন মীনাক্ষী।
তার দাবি এবারও জনগণ সচেতন রয়েছে এবার আবার কেউ ভোট লুট করতে হলে দুটি চটি খুলেই পালাতে হবে বলেই দাবি করলেন মীনাক্ষী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊