Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধ্বস, আতঙ্কে অভিভাবকরা, বন্ধ পঠন-পাঠন

প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধ্বস, আতঙ্কে অভিভাবকরা, বন্ধ পঠন-পাঠন 

today



আসানসোল, রামকৃষ্ণ চ্যাটার্জী:

দোমোহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় (primary school) বুধবার দিন সন্ধ্যা বেলায় বিদ্যালয়ের ঢোকার ঠিক আগেই কিছুটা অংশ আচমকা ধসে যায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পুরো স্কুলটিকে বাঁশ দিয়ে ঘিরে দেয়া হয়। ঘটনা প্রসঙ্গে জানানো হয় বারাবনি ব্লকের বিদ্যালয় পরিদর্শক এবং বিডিওকে।

সাময়িক ভাবে বন্ধ করা হয় স্কুলটি (primary school) । যাতে স্কুলে ছাত্রছাত্রীরা প্রবেশ করতে না পারে। বৃহস্পতিবার দিন স্কুল ছুটি ছিল ঈদ উপলক্ষে। শুক্রবার স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন। কিন্তু ভয়ে তারা স্কুলের ভেতরেও প্রবেশ করতে পারেন না।

অবশেষে আজ ইসিএলের সিকিউরিটি ও বারাবনি থানার পুলিশ ধসের জায়গায় আসেন এবং মাটি দিয়ে ধসের জায়গায়টি ভরাট করা হবে বলে জানান। এতদিন স্কুলটি অন্যস্থানে পরিচালিত হবে।

স্থানীয়রা বলেন ২০১৯ সালের পর থেকে এই অঞ্চলে বিভিন্ন স্থানে ধস হচ্ছে। এবারতো বিদ্যালয়ের সামনে ধস তাই ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে আতঙ্কে দিন কাটছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code