Election Duty :  ডিস্ট্রিবিউশন সেন্টারে (DC) গিয়ে যে কাজ গুলো আপনাকে অবশ্যই করতে হবে

Election Duty



আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত সাধারণ নির্বাচন। ৭ তারিখ সমস্ত পোলিং পার্সনালদের যেতে হবে নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে (DC) । যারা প্রথম বার পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়, একনজরে দেখে নিন। 

(১) D.C তে গিয়ে Decoding লিস্ট থেকে প্রথমে জেনে নিন আপনি কোন ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন।

(২) নির্দিষ্ট কাউন্টারে অ্যাটেন্ডেন্স দিন এবং প্রিসাইডিং ও ফার্স্ট পোলিং অফিসার তাদের মোবাইল নং রেজিস্ট্রেশন করান ।

(৩) আপনার ভোটগ্রহণ কেন্দ্র অনুযায়ী নির্দিষ্ট Counter-এ গিয়ে Polling Materials সংগ্রহ করুন এবং গুরুত্বসহকারে Polling Materials অবশ্যই মিলিয়ে নিন।

পঞ্চায়েত নির্বাচনে তিনটি বাক্স থাকবে-
ক) তিনটি ব্যালট বাক্স । ইম্প্রোভাইজড (সাদা রঙের টিনএর বাক্স) গ্রাম পঞ্চায়েতের জন্য


খ) বড় সবুজ রং এর গোদরেজ টাইপ ব্যালটবাক্সটি পঞ্চায়েত সমিতির এবং

গ) ছোটো বাঙ্গো বাক্সটি জেলা পরিষদের জন্য ব্যবহার করবেন।

তবে এবছর সম্ভবত জেলাপরিষদের জন্য গোদরেজ টাইপের অনুরূপ আর একটি ব্যালট বাক্স দেওয়া হতে পারে। 

৪ ) ৩ টি ভোটার তালিকার Marked Copy এবং ২টি ভোটার তালিকার Working Copy তালিকাটির সব পাতাগুলি পরীক্ষা করে দেখুন। তালিকাটির উপরের টপ-সীটে মোট ভোটার সংখ্যা দেওয়া আছে। সেটির সাথে মিলিয়ে নিন। টপ সীট অনুসারে যতগুলি সাপ্লিমেন্ট বা সংযোজনী থাকার কথা সেগুলি ঠিক মত আছে কিনা । মোট ভোটারের সংখ্যা সিরিয়াল অনুসারে আছে কিনা ?

৫) MARKED COPY - তে যে যে মার্কিং গুলি থাকবে সেগুলি হল- DELETED চিহ্ন বিয়োজন , # সংশোধন , ED - ELECTION DUTY ভোট নির্দেশ করে। কোনো ভোটারের নামের পাশে ED থাকলে তিনি কিন্তু ওই বুথে ভোট দিতে পারবেন না।

৬) ব্যালট পেপার (তিন set )- গ্রাম পঞ্চায়েত Cream Wove, পঞ্চায়েত সমিতি Pink এবং জেলা পরিষদ Yellow রং এর হবে। আপনাকে যে যে নম্বরের ব্যালট দেওয়া হল সেটি ব্যালট পেপারের সাথে মিলছে কিনা দেখে নিন।  Form-7 দেওয়া আছে সেটির সাথে ব্যালট পেপার মিলিয়ে নিন। প্রতিটি Tier এর Ballot Paper গুলিকে আলাদা আলাদা প্লাস্টিক প্যাকেটে ভরে নিয়ে যাবেন।

(৭) Paper Seal ৬ টি - এটির নম্বর Check List এর সাথে অবশ্যই মিলিয়ে নিনএবং ছেঁড়া আছে কিনা দেখে নিন, যদি ঠিক না থাকে, পাল্টে নিন।

(৮) অমোচনীয় কালি ( Indelible Ink ) -২ টি ফাইল @ 10 CC প্রতি ফাইল (তরল অবস্থায় আছে কিনা -যথেষ্ট পরিমানে আছে কিনা দেখে নিন।

(৯) Distinguishing Mark - ডিস্টিংগুসিং মার্ক - আপনার নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের জন্য কিনা মিলিয়ে নিন।

(১০) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা [List of Contesting Candidate in Form-7 ]
(১১) Notice Specifying Polling Area
(১২) Arrow Cross Mark ৬টি- Arrow Cross Mark এর ছাপ মেরে দেখে নিন ছাপটি Clockwise কিনা।
(১৩) Voter Slip- ভোটারের সংখ্যা অনুসারে ঠিক আছে কিনা ।
(১৪) Ballot Paper Account. (Form-18)
(১৫) Presiding Officer's Diary.
(১৬) Specimen Signature of Candidate/Election Agent.
(১৭) Declaration by the Presiding Officer, (Annexure-IV ও IV A এবং Annexure- V Part-I , Annexure- V Part-II ; মনে রাখবেন প্রিসাইডিং অফিসারের ডিক্লেয়েরেশন হল মোট চারটি ফর্ম ।

এছাড়াও বিভিন্ন FORM, STATUTORY ও NON-STATUTORY COVER এবং অন্যান্য স্টেশনারী দ্রব্য গুলি আপনাকে দেওয়া তালিকার (চেক-লিস্টের সাথে )সাথে মিলিয়ে নিন।

এরপর পুলিশ ট্যাগিং সেন্টার থেকে পুলিশ নিয়ে আপনার পোলিং পার্টির জন্য নির্দিষ্ট গাড়িতে গিয়ে বসুন এবং আপনার গন্তব্য স্থলে রওনা হন। মনে রাখবেন এই কাজটি আপনি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি Polling Station এ পৌঁছে ভোটের দিনের বেশ কিছু কাজ এগিয়ে রাখতে পারবেন।


বুথে পৌছে সেক্টর অফিসারকে ও এস এম এস-এর মাধ্যমে সেফ অ্যারাইভাল রিপোর্ট পাঠান।

আপনার POLLING STATION এর সমস্ত আসবাব-পত্র অর্থাৎ চেয়ার, টেবিল, উপযুক্ত সংখ্যায় আছে কিনা, দেখে নিন; না থাকলে, SECTOR OFFICER- কে জানান।


POLLING STATION – এর গায়ে বা আশে-পাশে 100 মিটার –এর মধ্যে প্রার্থী বা রাজনৈতিক দলের কোনো পোস্টার / ফেস্টুন / দেওয়াল লিখন থাকলে, সেগুলি সরানোর জন্য SECTOR OFFICER-এর সাহায্য নিন।


VOTING COMPARTMENT- টা যেন এমন জায়গায় করা হয়, যাতে ভোটিং এর গোপনীয়তা রক্ষা পায়।কোনো অবস্থাতেই VOTING COMPARTMENT জানালার পাশে হবে না।


এই আর্টিকেলটি বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেওয়া তথ্যের উপর লেখা, সংবাদ একলব্যের নিজস্ব নয়।