Violence flares up again in Manipur: আবারও উত্তপ্ত মণিপুর,  কুকিদের গুলিতে নিহত ৩


Violence flares up again in Manipur
photo source: IANS



মণিপুরে সহিংসতা থামার নামই নিচ্ছে না। দফায় দফায় সহিংসতা ছড়িয়ে পড়ছে। এদিকে, শনিবার গভীর রাতে বিষ্ণুপুর জেলায় ফের তিন স্বেচ্ছাসেবক গুলিতে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর জেলার খুম্বি থানার অন্তর্গত লিঙ্গাংটবি পুলিশ আউট পোস্টের কাছে লিঙ্গাংটবি আবাসিক স্কুলে।


সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে গুলির শব্দ শোনা যায়। এরপর আনুমানিক 02:20 দিকে, অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা, ডাম্পি হিল এলাকা থেকে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা সেখানে নিয়োজিত ভিডিএফ/পুলিশ কমান্ডোদের দিকে গুলি চালাতে শুরু করে।


ভিডিএফ/পুলিশ কমান্ডোরা পাল্টা গুলি চালানো শুরু করে। ভিডিএফ/পুলিশ কমান্ডো এবং সন্দেহভাজন কুকি দুর্বৃত্তদের মধ্যে বিরতিহীন গোলাগুলি সারা রাত ধরে চলতে থাকে।


তথ্যমতে, এ সময় খোইনুমন্তবি চিংথাকের বাঙ্কারে অবস্থান নেওয়া মেইতেই স্বেচ্ছাসেবকদের কুকি দুর্বৃত্তদের গুলির মুখে পড়তে হয়। গুলি চালানোর ঘটনার পর খোয়াইজুমন্তবি চিংথাক বাঙ্কারে তিন মেইতেই স্বেচ্ছাসেবককে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতরা হলেন লেকাইয়ের নিঙ্গোম্বাম ইবোমচা (৩৪) ইবোটোন, হাওবাম ইবোচা (৪১) চিংয়া এবং নওরেম রাকেশ (২৬) চিংয়া৷




সূত্রের খবর, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।