Big Breaking News:  প্রতিটি বুথে রাখতেই হবে কেন্দ্রীয় বাহিনী

central force


ভোটের আগে ৪৮৫ কোম্পানি বাহিনী আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলে। তবে এই সংশয়ের মাঝেই বিরাট নির্দেশ কলকাতা উচ্চ আদালতের।


আগামী ৮ জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত সাধারন নির্বাচন, এই নির্বাচনে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে মোট বাহিনীর অর্ধেক রাজ্যের বাকি অর্ধেক কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৫০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী এবং বাকি ৫০ শতাংশ রাজ্যের সশস্ত্র পুলিস থাকবে প্রতিটি বুথে।



কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি  টি এস শিবজ্ঞানমের বেঞ্চ এদিন নির্দেশে জানিয়েছে  মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ ৬৫ হাজার অ্যাকটিভ ফোর্স, আর রাজ্যের থাকছে ৭০ হাজার সশস্ত্র পুলিস। এই দুই বাহিনীকে ৫০ঃ৫০ অনুপাতে ব্যবহার করতে হবে।

কেন্দ্রীয় বাহিনীর নিয়ম অনুযায়ী, যে কোনও জায়গায় ৪ জনের কম জওয়ান মোতায়েন করা যায় না। কিন্তু এই নির্বাচনের জন্য পর্যাপ্ত বাহিনী নেই বলে জানানো হয় আদালতে। অন্যদিকে, আদালত আগেও বলেছে যে, রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাজ করতে পারবে। এই বিশেষ পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে প্রতিবুথে সমান অনুপাতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রাখা যায় কি না তা বিবেচনা করতে বলল হাইকোর্ট। পাশাপাশি সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


আজ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের রায়ের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ  জানিয়েছেন- "ঐতিহাসিক জয়। সব বুথে বাহিনীর অর্ধেক কেন্দ্রীয় বাহিনী থাকবে।এরপরে বাকিটা সাথীদের দায়িত্বে। SJM জিন্দাবাদ।"


বিস্তারিত আসছে...