মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি 

Breaking news



২১শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের সভার আগে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি। শুধু তাই নয় মাদক ও অস্ত্র পাওয়া গেছে সেই ব্যক্তির কাছে এমনটাই খবর। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির সামনে ভোজালি-আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার সেই ব্যক্তি।



সূত্রের খবর, পুলিশ লেখা বোর্ডের গাড়িতে অপেক্ষা করছিল ধৃত। পুলিশ লেখা পরিচয়পত্র নকল বলে সন্দেহ হয় পুলিশের। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম নূর আমিন। সন্দেহ হতেই অভিযুক্তের কালো গাড়ি ঘিরে ফেলে পুলিশ। আইবি লেখা কার্ড দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।



এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। প্রশ্ন উঠছে, কীভাবে পুলিশের আইডি কার্ড পেলেন? অস্ত্র-মাদক নিয়ে কেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ঘোরাঘুরি? ভোজালি-মাদক-ভুয়ো আইডি কার্ড নিয়ে কী উদ্দেশ্যে কালীঘাটে?