Abhishek Banerjee: ৫ আগস্ট ৮ ঘণ্টা বিজেপির কর্মীদের বাড়ি ঘেরাও এর নির্দেশ অভিষেকের
আজ ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ অনুষ্ঠিত হল। এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে সদ্য সমাপ্ত রাজ্য পঞ্চায়েত নির্বাচনে সাফল্য নিয়ে, মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা শিকার করে। সাধারণ মানুষের কথায় এবার মানুষ প্রার্থীপদ দিয়েছে। জিতিয়েছে মানুষ। এদিন তিনি ভোটের হার নিয়ে বিজেপি ও তৃণমূলের তুলনা টেনে বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ৪৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল ৩৮ শতাংশ। বিধানসভায় ১০ শতাংশের ব্যবধান ছিল। পঞ্চায়েতে ১৫ শতাংশের বেশি হবে ভেবেছিলাম। কিন্তু আমার ভুল ছিল। পঞ্চায়েতে তৃণমূল ৫২ শতাংশ ভোট পেয়ে আর ভারতীয় জুমলা পার্টি ইডি, সিবিআই, সংবাদমাধ্যম সবাইকে সঙ্গে নিয়ে ২২ শতাংশ ভোট পেয়েছে।
তিনি আরো বলেন, বাংলার প্রতি যে ধারাবাহিক নিপিড়ন, শোষণ, বঞ্চনা, অপমান তার বিরুদ্ধে গর্জে উঠতে আহ্বান জানান। পাশাপাশি একশো দিনের বকেয়া টাকা ফেরাতে সকলকে দিল্লী যাওয়ার আহ্বান জানান অভিষেক ব্যানার্জী। আগামীদিনে কৃষিভবনের বাইরে হবে ঘেরাও হবে। মমতার নির্দেশে ২ রা অক্টোবার দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক। পাশাপাশি লোকসভা নির্বাচন নিয়েও এদিন I.N.D.I.A. এর জয়ের পক্ষেই কথা বলেন।
২রা অক্টোবর দিল্লী চলোর আগে ৫ই আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেকের হুঙ্কার, আগামী ৫ অগাস্ট শনিবার বিজেপির সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য শান্তিপূর্ণভাবে বাড়ি ঘেরাও হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬ টা গণ ঘেরাও হবে। তবে বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। কিন্তু বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেও না ঢুকবেও না। কিন্তু গায়ে হাত দেবেন না।
এদিন মনিপুর কাণ্ড নিয়েও সুর চড়ান অভিষেক বন্দোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊