Breaking: আদালতের নির্দেশে ৫হাজার ৭৫৭ জন শিক্ষকের নাম ও স্কুলের নামে তালিকা প্রকাশ করলো কমিশন


Breaking news



কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো একাদশ ও দ্বাদশের উত্তরপত্র প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশ মতো কর্মরত ৫হাজার ৭৫৭ জন শিক্ষকের নাম ও বিদ্যালয়ের নাম প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ।



গত ৭ই জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে সমস্ত প্রার্থীর ওএমআর প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু সেই রায়ের রেজিস্টার্ড কপি ১৭ই জুলাই গিয়ে পৌঁছায় কমিশনে। এত কম সময়ে এত তথ্য আপলোড করা সম্ভব নয় বলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে ২৮ই জুলাই পর্যন্ত সময় চেয়েছে কমিশন। সেই আবেদন মঞ্জুর হয়।



২১শে জুলাইয়ের পরিবর্তে তালিকা প্রকাশের ডেডলাইন ২৮শে জুলাই হয়। এর মধ্যেই তালিকা প্রকাশ করলো কমিশন। তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন: