Highcourt: আপাতত হাইকোর্টে ঝুলেই রইল পঞ্চায়েতের ভবিষ্যত 


highcourt

কলকাতা হাইকোর্টেই ঝুলে রইল পঞ্চায়েতের ভবিষ্যত। গত ৮ই জুলাই রাজ্য জুড়ে হয় পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির চিত্র ফুটে উঠেছে বাংলাজুড়ে। ভোটলুট থেকে ছাপ্পা একাধিক অভিযোগ ওঠে। রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা, কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার না করা এবং আদালত অবমাননার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সেই মামলায় আদালত আগেই জানিয়েছিল জয়ী প্রার্থীদের ভবিষ্যত নির্ভর করছে আদালতের রায়ের ওপর। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল পরবর্তী শুনানি হবে ১৭ই আগস্ট।



রাজ্য পঞ্চায়েত নির্বাচন ঘিরে ১২০০ পাতার রিপোর্ট দিয়েছেন বিএসএফ আইজি তথা কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। এদিকে কমিশনে জমা পড়া অভিযোগ। সবটা খাতিয়ে দেখতে চান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সব খতিয়ে দেখার পর আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি। ১৭ই আগস্ট কলকাতা হাইকোর্টে নির্ধারিত হবে পঞ্চায়েতদের ভবিষ্যৎ।




প্রধান বিচারপতির বেঞ্চের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, “রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যে প্রাণগুলি চলে গিয়েছে সেগুলি কোনওভাবেই ফেরত আনা সম্ভব নয়। আদালত অবমাননার রুল জারি করে বা ক্ষতিপূরণ দিয়ে প্রাণ ফেরানো সম্ভব নয়।” মামলার শুনানি শেষে চূড়ান্ত নির্দেশের পরই পঞ্চায়েত নির্বাচনের জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি। আপাতত ১৭ই আগস্ট পর্যন্ত ঝুলেই রইল পঞ্চায়েতদের ভবিষ্যৎ।