Dinhata News: মনোনয়ন স্ক্রুটিনির দিন রণক্ষেত্র দিনহাটার সাহেবগঞ্জ
আজ মনোনয়ন স্ক্রুটিনির দিন। আর আজই দিনহাটা দুই নং ব্লক বিডিও অফিস সাহেবগঞ্জ রণক্ষেত্রের চেহারা নিল। একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিজেপি প্রার্থীদের নমিনেশন স্ক্রুটিনিতে বাঁধার অভিযোগ। মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কোচবিহার জেলার সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক (Nishit Pramanik) পুনরায় কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় প্রার্থীদের মনোনয়নপত্র স্ক্রুটিনির দাবি তুলেছেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে নির্বাচন কমিশনকে জানাবেন তিনি। দুই বিজেপি প্রার্থীর অভিযোগ তাঁদের মারধোর করে, তাঁদের পিছনে তাড়া করেছে তৃণমূলের কর্মীরা। কোনোমতেই প্রানে বেঁচে পালিয়ে এসেছেন তাঁরা।
অন্যদিকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের দাবি, তৃণমূলের কেউ এরকম করেনি। আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাইরে থেকে লোক নিয়ে এসে এরকম গুন্ডামি করছে। ১৫০ র বেশি মনোনয়ন জমা করতে পারেনি তারা। ভালো মতোই চলছিল মনোয়ন দাখিল শেষের দিকে এসে গুন্ডামি করলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর থেকে বড় গুন্ডা, সমাজ বিরোধী পশ্চিমবঙ্গে আর কেউ নেই।
দেখুন ভিডিও
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊