Mia Khalifa on Bigg Boss OTT 2: বিগ বসের ঘরে এবার পর্ণস্টার মিয়া খলিফা!
বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর তবে দ্বিতীয় সিজনে সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন সলমান খান। দ্বিতীয় সিজিনের ঘোষণা হতেই শো-য়ে প্রতিযোগী হয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ভক্ত মহলে।
এদিকে একাধিক সংবাদ সূত্রে জানা যাচ্ছে বিগ বস ওটিটি ২-এ থাকছেন বিখ্যাত পর্ণ তারকা মিয়া খলিফা। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল। জানা যাচ্ছে, প্রতিযোগী হিসেবে থাকবেন মিয়া খলিফা।
২০১৫ সালে গুজব ছড়িয়েছিল নীল ছবির তারকা মিয়া খালিফা বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে আসছেন যদিও সেই গুজব নিজেই বন্ধ করে দিয়েছেন তিনি। তবে বিগ বস ওটিটি সিজিন ২ নিয়ে মিয়ার (Mia Khalifa on Bigg Boss OTT 2) তরফে এখনও কোন অফিসিয়াল বিবৃতি ঘোষণা করা হয়নি।
উল্লেখ্যে, ২০১১ সালে বিগ বিসে সিজিন ৫- এ প্রথমবার কোন পর্ন তারকা হিসেবে পা রেখেছিলেন সানি লিওন। এরপর বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর ফিরে তাকাতে হয়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊