WB Panchayat Election: আগামীকাল সুপ্রিমকোর্টে পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি 


supreme court
Supreme Court

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর পক্ষে বারবার সওয়াল করেছেন বিরোধী দলগুলি। এদিকে মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার চিত্র ফুটে উঠেছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় কমিশনকে। কিন্তু পরে সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিমকোর্ট।




আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে পঞ্চায়েত নির্বাচনের মামলার শুনানি। সুপ্রিম কোর্টে মামলা শোনার আর্জি জানায় রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশন। বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়, রাজ্যের, সওয়াল করে রাজ্য নির্বাচন কমিশন। আপনাদের যদি বেশি সময় লাগে তাহলে কলকাতা হাইকোর্টে জানান, মন্তব্য বিচারপতিদের, মামলায় দৃষ্টি আকর্ষণ রাজ্যের।



প্রসঙ্গত, আগামী ৮ই জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে অশান্তি। জায়গায় জায়গায় অশান্তির চিত্র ফুটে উঠেছে। প্রাণ হারিয়েছে একাধিক রাজনৈতিক নেতা-মন্ত্রী। বোমা-বন্দুকের আওয়াজে উত্তপ্ত একাধিক এলাকা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে দাবি তুলেছে বিরোধী দল গুলি। পাশাপাশি নির্বাচনে যেসকল কর্মী থাকবেন তারাও কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে। এখন দেখার শীর্ষ আদালত কি নির্দেশ দেয়।