কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

Nausad Siddiki




রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজেছে। মনোনয়ন পর্ব থেকে জেলায় জেলায় অশান্তির চিত্র ফুটে উঠেছে। প্রাণ হারিয়েছে অনেক রাজনৈতিক নেতা-কর্মী। উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ও। বোমা-বন্দুকের আওয়াজে তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। এই পরিস্থিতিতে সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে, নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।



কেন্দ্রীয় সরকার আইএসএফ বিধায়কের চিঠির প্রেক্ষিতে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। এদিকে রাজ্যের তরফে সওকত মোল্লাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। ফলে ভাঙর জুড়ে নিরাপত্তা রক্ষীর বুটের আওয়াজ শোনা যাবে। এদিকে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না তা নিয়ে মামলা চলছে সুপ্রিমকোর্টে।



কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে তিনি খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। ওই চিঠির ৪৮ ঘণ্টার মধ্যে নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেটা কার্যকর হলে ২২ জন নিরাপত্তারক্ষী থাকবেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে।