নয়া মোড়, শম্ভু দাস হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তের নাম জানালো জেলা পুলিশ

Dinhata News


দিনহাটা

দিনহাটার বিজেপি প্রার্থীর ঠাকুরপো শম্ভু দাসের খুনের ঘটনায় তার মামাতো নাবালক ভাইকে প্রধান অভিযুক্ত বলে দাবি জেলা পুলিশের। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দিনহাটা থানায় সাংবাদিক বৈঠকে করে এমনই জানালেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। সোমবার তাকে দিনহাটা আদালতে তোলা হবে।



জেলা পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শম্ভু দাসের খুনের ঘটনার পেছনে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ প্রেমের সম্পর্ক বলে আমাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শম্ভুর সম্পর্কে আত্মীয় এক ভাইকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত সেই প্রধান অভিযুক্ত। সেই নাবালক, সম্পূর্ণ তদন্তে সমস্ত বিষয়টি পরিষ্কার হবে।



প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার গভীর রাতে দিনহাটা ২ নং ব্লকের টিয়াদহ দাসপাড়া এলাকার বাসিন্দা বিজেপি প্রার্থী বিশাখা দাসের ঠাকুরপো শম্ভু দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ির অদূরে একটি পাট ক্ষেতে। শম্ভু দাসকে ছুরি দিয়ে খুন করা হয় বলে পুলিশের দাবি। জানা যায় এবার পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে মৃত শম্ভু দাসের বৌদি, তাই রাজনৈতিক কারণে এই খুন। এমনটাই দাবি পরিবার এবং বিজেপি নেতৃত্বের।



যদিও পুলিশের দাবি রাজনৈতিক কারণে এই খুন হয়নি,প্রেমের সম্পর্কের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় মৃত শম্ভু দাসের এক নাবালক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে।