Panchayat Election : একই পরিবারের তিন জা' এর লড়াই পঞ্চায়েত নির্বাচনে


Panchayat Election



রাজনৈতিক ময়দানে আলাদা, বাড়িতে মধুর সম্পর্ক । একই পরিবারের ৩ জন প্রার্থী। পঞ্চায়েত ভোটে তিন জা এর লড়াই জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন পুরাতন পান্ডাপাড়া ১৭/১৫৫ নম্বর বুথে একই পরিবারের তিন দলের তিন প্রার্থী। সম্পর্কে তিন জা। তবে সম্পর্কে কোন ফাটল ধরবে না বলে সকলেই বলেন।


দল আলাদা হলেও রাজনৈতিক পরিচয় আলাদা হলেও পারিবারিক সম্পর্ক এক। হাসি মুখেই সবার একই কথা। জিতবো আমরা। তবে একে অপর কে হারিয়ে না। রাজনৈতিক পরিচয়ে হারিয়ে।



একই বুথের তৃনমুল কংগ্রেস প্রার্থী পুনম চক্রবর্তী ( ছোট জা ) , সিপিআইএম দলের প্রার্থী পর্ণা নাগ চক্রবর্তী ( মেজো জা ) এবং কংগ্রেস প্রার্থী কান্তা চক্রবর্তী ( বড় জা ) ।


তিনজনের সম্পর্ক খুবই ভালো এমনটাই জানা গেছে। এখনো দৈনন্দিন যোগাযোগ রয়েছে। রাজনৈতিক মতাদর্শে আলদা হলেও ভোটে জেতার ব্যাপারে সকলেই ১০০% শতাংশ আশাবাদী। তিন প্রার্থীই গৃহবধূ।


আত্মীয় পরিজনদের বক্তব্য তারা কিছুটা হলেও বিভ্রান্ত। কে খুশি হবে আর কে অখুশি হবে। এখন দেখার কোন জা এগিয়ে থাকে। শেষে গণতন্ত্রের গণদেবতারাই শেষ কথা বলবে। বলছেন রাজনৈতিক মহল।